ট্র্যাডস: ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের অনলাইন জগৎ

ট্র্যাডস: ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের অনলাইন জগৎ

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের এমন এক নতুন ইন্টারনেট-ভিত্তিক জগৎ গড়ে উঠছে যাতে প্রধানত একেবারে তরুণবয়সীদেরই আনাগোনা।

তারা নিজেদের বলছে ট্র্যাডিশনালিস্ট বা ঐতিহ্যবাদী - সংক্ষেপে 'ট্র্যাডস', এবং তারা অনলাইনে ব্যবহার করছে সেই সব কৌশল - যা আমেরিকান উগ্র-ডানপন্থী বা 'অল্ট-রাইট'রা ব্যবহার করে।

তারা মিম ব্যবহার করতে খুবই ভালোবাসে।

তবে এরা মূলধারার হিন্দু জাতীয়তাবাদী দলগুলোকে একেবারেই পছন্দ করে না - এমনকি ক্ষমতাসীন বিজেপিকেও নয়।

এরা মনে করে, বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু স্বার্থকে এগিয়ে নেবার ব্যাপারে "যথেষ্ট আক্রমণাত্মক নন।"

বিবিসির রেহা কানসারা কথা বলেছেন এমন একজন ১৬ বছর বয়স্ক ট্র্যাডের সাথে - যার মন ফ্যাসিস্ট ভাবনায় আচ্ছন্ন, এবং সে ভারতে একটি হিন্দু রাজতন্ত্রের প্রতিষ্ঠা দেখতে চায়।

ভিডিওটির প্রযোজক শ্রুতি মেনন এবং ভিডিও সাংবাদিক শুভম কোউল।

আরো পড়তে পারেন: