ইরানে খননযন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৭

উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন
ছবি: এএফপি

ইরানের তাবাস শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার একটি খননযন্ত্রের (এক্সকাভেটর) সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জরুরি সেবা বিভাগের মুখপাত্র বলেন, ১৭ জন নিহত ও ৩৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা গুরুতর। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
তাবাস শহরটির অবস্থান দক্ষিণ খোরাসান প্রদেশে। তেহরান থেকে সড়কপথে এর দূরত্ব ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল)।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ের উপপ্রধান মীর হাসান মুসাভি বলেন, ট্রেনটিতে ৩৪৮ যাত্রী ছিলেন। রেললাইনের কাছে থাকা একটি এক্সকাভেটরে আঘাত করার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আহত ব্যক্তিদের কয়েকজনকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্টের জরুরি কার্যক্রম–বিষয়ক প্রধান মেহদি ভালিপুর বলেন, ট্রেনটিতে ১১টি বগি আছে। বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এর ৫টি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাবাসের প্রসিকিউটর।

২০১৬ সালে ইরানের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষের পর আগুন ধরে গেলে ৪৪ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানি রেলওয়ের তখনকার প্রধান পদত্যাগ করেন এবং রেলওয়ের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়।