পদ্মা সেতু নিয়ে বিএনপি আবোলতাবোল বলছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় গাইবান্ধা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন
ছবি: প্রথম আলো

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তাদের মাথা নিচু হয়ে গেছে। ফলে পদ্মা সেতু নিয়ে বিএনপি আবোলতাবোল কথা বলছে। অথচ পদ্মা সেতু হওয়ায় এই সরকার বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির।

সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল, হোসনে আরা লুৎফা ডালিয়া, আইনজীবী সফুরা বেগম, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়।

এ সময় মন্ত্রী বলেন, মহানবীর অবমাননা বা কটূক্তি পৃথিবীর যেখানেই হোক না কেন, তাঁরা এর নিন্দা ও প্রতিবাদ জানান। কোনো ধর্মের অবমাননা সহ্য করা হবে না। তবে বাইরের কোনো দেশের ইস্যুকে নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে।

তথ্য মন্ত্রী আরও বলেন, এই সরকারের আমলে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। মক্তবের প্রত্যেক আলেমকে ৫ হাজার ২০০ টাকা করে মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কওমি মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গাইবান্ধা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে মন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর আসেন। সেখান থেকে তিনি সড়কপথে গাইবান্ধায় আসেন।