কাজে ফাঁকি দিতে ঘোড়ার ঘুমের ভান

কাজ করতে মন না চাইলে মাটিতে শুয়ে ঘুমের ভান ধরে সুগার
ছবি: টুইটার থেকে সংগৃহীত

কাজে ফাঁকি দিতে কত পথই না বেছে নেয় মানুষ। তাহলে পশুপাখির–বা দোষ কী? যেমনটি করছে ‘সুগার’ নামের একটি ঘোড়া। জিম রোজ নামের এক ব্যক্তি টুইটারে ঘোড়াটির শুয়ে থাকার একটি ছবি দিয়েছেন। তিনি লিখেছেন, কাজ করতে মন না চাইলে মাটিতে শুয়ে ঘুমের ভান করে সুগার। খবর এনডিটিভির
জিম রোজের টুইটে দেখা যায়, ঘোড়াটি ঘাসের ওপর পা ছড়িয়ে শুয়ে রয়েছে, মনে হচ্ছে যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ওই পোস্টে জিম লেখেন, ‘সুগারকে চিনে নিন। সে কাউকে পিঠে চড়াতে পছন্দ করে না। কেউ যদি সুগারের কাছে চড়ার জন্য আসে, সে শুয়ে ঘুমের ভান করে। কাছ থেকে চলে না যাওয়া পর্যন্ত চোখ খোলে না।’

ঘোড়াটি কোন দেশের, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জিম রোজের টুইটার প্রোফাইলে উল্লেখ রয়েছে, তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে বসবাস করেন।

টুইটারে শেয়ারের পর জিম রোজের পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। সেটিতে লাইক এসেছে ৪ লাখ ৭৬ হাজারের বেশি। রিটুইট হয়েছে ৪১ হাজার বার। টুইটার ব্যবহারকারীরা বলছেন, সুগারের কর্মকাণ্ডে তাঁরা কাজে ফাঁকি দেওয়ার উদ্দীপনা পাচ্ছেন।

ওই টুইটে একজন মন্তব্য করেছেন, ‘কাজে ফাঁকি দেওয়ায় সুগার আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।’ আরেকজন বলেছেন, ‘সত্যি বলতে কি, এই ঘোড়াটা আমিই।’ মজা করে অপর একজনের মন্তব্য, ‘ঘোড়াটা বেশ। আমার অফিসেও যদি একই চালাকি কাজ করত! কিছু চাপিয়ে দেওয়া হোক, তা আমিও চাই না।’

এদিকে সুগারকে শুয়ে থাকতে দেখে ভড়কে যান একজন টুইটার ব্যবহারকারী। ভেবেছিলেন, ঘোড়াটি মারা গেছে। কারণ, ঘোড়াদের কখনো শুয়ে থাকতে দেখেননি তিনি। ওই ব্যক্তি লেখেন, ‘আমি মনে করতাম মারা না যাওয়া পর্যন্ত ঘোড়ারা শোয় না।’

তবে ঘোড়া যে অনেক সময় ঘুমানোর জন্য শুয়ে পড়ে, তা ওই টুইটের মন্তব্যের ঘরে জানিয়েছেন অনেকে। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণী বিশেষজ্ঞ সুসান হ্যাজেল। তাঁর ভাষ্য, গভীর ঘুমের সময় সচরাচর ঘোড়াকে শুয়ে থাকতেই দেখা যায়।