শ্রীলংকা: অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটি

খ্যাদ্য সঙ্কটে নাজেহাল কলম্বোর একটি মহল্লা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, খ্যাদ্য সঙ্কটে নাজেহাল কলম্বোর একটি মহল্লা।

শ্রীলংকায় অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে সে দেশের মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করেছে।

আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে।

সরকারের একজন সিনিয়র মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রবিবার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন।

এই একদিনের জন্য তাদের বেতন দেয়া হবে।

তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

শ্রীলংকার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে।

আরও পড়তে পারেন:

গ্যাস সঙ্কটের জেরে বাড়িতে রান্নাবান্নার কাজও বন্ধ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গ্যাস সঙ্কটের জেরে বাড়িতে রান্নাবান্নার কাজও বন্ধ।

পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন।

একারণে শ্রীলংকার গণ-পরিবহন খাতও বিপর্যস্ত হয়েছে।

শ্রীলংকায় সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ।

সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন যা দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে।

বৈদেশিক মুদ্রার সঙ্কটের জেরে সরকার ইতোমধ্যেই দেশে খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।

শ্রীলংকায় সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে।

বর্তমান সঙ্কট সামাল দেয়ার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

অর্থনৈতিক সঙ্কটের জেরে সরকারি-বিরোধী বিক্ষোভও দানা বাঁধছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অর্থনৈতিক সঙ্কটের জেরে সরকারি-বিরোধী বিক্ষোভও দানা বাঁধছে।

ভিডিও দেখতে পারেন:

ভিডিওর ক্যাপশান, শ্রীলঙ্কায় জ্বালানির দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে মৃত্যু