ভবনের ওপর পড়ল উড়োজাহাজ, নিহত ৮

ইতালির মিলান শহরের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে
ছবি : রয়টার্স

ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের কাছে একটি খালি ভবনের ওপর ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। আজ রোববার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা উড়োজাহাজের যাত্রী ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, মিলানের উপকণ্ঠে লিনাতে সিটি বিমানবন্দর থেকে উড়োজাহাজটি সার্দিনিয়া দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল। পরে উড়োজাহাজটি শহরের বাইরের একটি মেট্রো স্টেশনের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি একটি দোতলা ভবনের ওপর পড়লে স্থানীয় ব্যক্তিরা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ ঘটনার সময় ভবনটি খালি ছিল।

দুর্ঘটনার পর বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পাশের রাস্তায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িতে আগুন লাগার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। তবে এ সময় গাড়িতে থাকা কেউ হতাহত হননি।