পদ্মা সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কার’ খবর, পরির্দশনে যাচ্ছে একটি দল
মুন্সিগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে আজ মঙ্গলবার সকালে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’ লাগার খবর ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও পদ্মা সেতুর প্রকল্পের দায়িত্বশীল কেউ এই ধাক্কার খবর নিশ্চিত করেননি। দুই কর্তৃপক্ষই জানিয়েছে, কী ঘটনা ঘটেছে জানতে পদ্মা সেতু প্রকল্প, বিআইডব্লিউটিসি ও সেনাবাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে।
আজ সকালে খবর ছড়ায় যে নির্মাণাধীন পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির ওপর অবস্থিত স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কা লেগেছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, তিনি শুনেছেন যে আজ সকাল সাড়ে ৭টার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডকইয়ার্ড থেকে পাটুরিয়া যাওয়ার সময় স্প্যানের সঙ্গে ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। সেতুর স্প্যান পানি থেকে অনেক উঁচুতে। এরপরও কীভাবে এমনটা হলো, তা বোধগম্য নয়।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটেনি বলে আমাদের জানানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ফেরিগুলোর মাস্তুল অনেক সময় অনেক উঁচু থাকে। এগুলো পতাকার মতো ওঠানো-নামানো যায়। মাস্তুল ও স্প্যানের সঙ্গে ধাক্কা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।’
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ‘ঘটনাটি গণমাধ্যম থেকে জেনেছি। তবে ফেরির মাস্টার আমাকে জানিয়েছেন, মাস্তুল ঠিক আছে। মাস্তুল যে ঠিক আছে, মাস্টার সেই ভিডিও পাঠিয়েছেন। স্প্যানের সঙ্গে মাস্তুল লাগার ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখতে একটি দল সেখানে যাচ্ছে।’