ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন নুরুল হকসহ পাঁচজন

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক
ফাইল ছবি

ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ পাঁচজন। তবে ধর্ষণের মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলী আকবর।

আলী আকবর বলেন, ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। একই মামলা থেকে নুরুল হকসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করে পুলিশ। আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ বুধবার আমলে নিয়েছেন। আর মামলা থেকে নুরুল হকসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন। এর আগে গতকাল হাসান আল মামুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বাদে যে চারজন অব্যাহতি পেলেন, তাঁরা হলেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সহসভাপতি মো. নাজমুল হুদা ও শিক্ষার্থী মো. আবদুল্লাহ হিল বাকী।

গত বছরের ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেন। রাজধানীর লালবাগ থানায় করা মামলাটি তদন্ত করে গত ১৭ জুন নুরুল হকসহ পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করে পুলিশ। তবে হাসান আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামি হাসান আল মামুন বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ধর্ষণ করেন।