করোনায় আরও ৩ জনের মৃত্যু
দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৯ জন। আগের দিনের চেয়ে রোগী শনাক্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যু।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন দেশে করোনায় ৯ জনের মৃত্যু এবং ২৩৭ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪১। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২৫।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৭৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭৭ জন সুস্থ হয়েছেন।
সর্বশেষ যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন পুরুষ এবং নারী একজন। খুলনা বিভাগে মারা গেছেন দুজন। একজন ঢাকায়। ছয় বিভাগে কোনো মৃত্যু হয়নি। তিনজনের মধ্যে সবার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।
এরপর বিভিন্ন সময় করোনা সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।