রাজধানীতে বাসচাপায় নিহত স্কুলছাত্র দুর্জয়ের লাশ সরাইলে দাফন

ঢাকার রামপুরায় বাসচাপায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ এশা দুর্জয়ের নানার বাড়ি সরাইল উপজেলা সদরের হালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে বাদ মাগরিব ঢাকা থেকে দুর্জয়ের লাশ নিয়ে আসা অ্যাম্বুলেন্সটি সরাইলের হালুয়াপাড়া গ্রামে পৌঁছে। এ সময় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। দুর্জয়কে শেষবারের মতো দেখতে তার নানার বাড়িতে এসে জড়ো হন আত্মীয়-স্বজনরা। দুর্জয় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের আবদুর রহমানে ছেলে। তবে প্রায় ২০ বছর আগে দুর্জয়ের বাবা বাড়ি-ঘর বিক্রি করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান।
দুর্জয়ের খালাতো ভাই খোরশেদ আলম বলেন, ‘দুর্জয়ের বাবা আবদুর রহমান প্রায় ২০ বছর আগে বসতবাড়ি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকয় চলে যান। সেখানে তিনি একটি চায়ের দোকান চালাতেন।