অমিক্রন নিয়ে ভারত থেকে দুবাইয়ে আফ্রিকাফেরত ব্যক্তি

করোনার নতুন ধরন অমিক্রন ধরা পড়ার পর বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণে বিধি–নিষেধ জারি করেছে
ফাইল ছবি: এএফপি

ভারতের কর্ণাটক থেকে সটকে পড়া দুই ভ্রমণকারীর মধ্যে একজনের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। ওই দুজন একটি প্রাইভেট ল্যাব থেকে করোনার নেগেটিভ সনদ সংগ্রহ করেছিলেন। পরে তাদের একজন দুবাইয়ে চলে গেছেন, যার অমিক্রন সংক্রমণ ঘটেছে। স্থানীয় সময় আজ শুক্রবার রাজ্য সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইনে এ তথ্য দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও ১০ ভ্রমণকারীর কোনো খোঁজ পাচ্ছে না কর্ণাটক রাজ্য সরকার। বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই তাঁরা লাপাত্তা।

অমিক্রন নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর কর্ণাটকের রাজস্বমন্ত্রী আর অশোক বলেন, আজ রাতের মধ্যেই ‘হারিয়ে যাওয়া’ ওই ১০ জনকে খুঁজে বের করতে হবে। এরপর তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে। করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত ভ্রমণকারীদের বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না।

কর্ণাটক রাজ্যের এই মন্ত্রী আরও বলেন, ৬৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এক নাগরিকের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। একই সময়ে আসা আরও ৫৭ জন ভ্রমণকারীর করোনার নমুনা পরীক্ষা করা হবে। যদিও তাঁরা সবাই করোনার নেগেটিভ সনদ নিয়েই এসেছেন। হারিয়ে যাওয়া ১০ জনের ফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সটকে পড়া ওই ব্যক্তি করোনার পূর্ণ ডোজ নিয়েই ভারতে প্রবেশ করেছেন। তিনি করোনার নেগেটিভ সনদ নিয়ে এলেও তাঁর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি হোটেলে ওঠার পর একজন সরকারি চিকিৎসক তাঁকে দেখতে যান। তখন তাঁর করোনার উপসর্গ ছিল না। তাঁকে স্বেচ্ছা আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

নভেম্বরের ২০ তারিখে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতে পৌঁছান। সাত দিন পর দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর সরকারিভাবে তাঁর শরীরের করোনার নমুনা নেওয়া হয়। এরপর গত ২২ নভেম্বর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। এর পরের দিন ওই ব্যক্তি একটি প্রাইভেট ল্যাবে করোনা পরীক্ষা করালে তার ফল নেগেটিভ আসে। এরপর ২৭ তারিখে মধ্যরাতে তিনি হোটেল ছেড়ে দেন। ওই রাতেই তিনি দুবাইয়ের ফ্লাইট ধরেন। তিনি চলে যাওয়ার পর সরকারিভাবে নেওয়া তাঁর করোনা নমুনার ফল পজিটিভ আসে। তবে তাঁর সংস্পর্শে আসা আরও ২৪ জনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

মন্ত্রী আর অশোক বলেন, একই সময়ে আসা ৫৭ জন ভ্রমণকারীর আবারও করোনার পরীক্ষা করাতে হবে। কারণ, তাঁদের সঙ্গে আসা একজনের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। করোনার নেগেটিভ সনদ দেওয়ার পরও তাঁর শরীরে অমিক্রন ধরা পড়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি। শাংরি-লা হোটেলে কী ঘটছে, যেখান থেকে ওই ব্যক্তি সটকে পড়েছেন।’

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, বিমানবন্দরে পরীক্ষা ছাড়াই আফ্রিকা থেকে আসা হারিয়ে যাওয়া যাত্রীদের সন্ধানের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।