প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বিকেলে মেয়েশিশুটি এক তরুণীর কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় ওই তরুণী বাড়িতে ছিলেন না। এ ফাঁকে ওই তরুণীর ভাই (২৫) শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।