সড়ক দুর্ঘটনায় আহত নারীর কাছে মিলল ৬৫ বোতল ফেনসিডিল, পরে মৃত্যু

বগুড়া জেলার মানচিত্র

বগুড়া জেলার মানচিত্রমোটরসাইকেলে করে বগুড়ার শেরপুর উপজেলা থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন দুজন। মোটরসাইকেলের গতি বেশি হওয়ায় সড়কের গতিরোধকে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন পেছনে বসা নারী। মাথার পেছনে আঘাত পেয়ে বেশ কিছুক্ষণ সড়কে পড়ে ছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। ওই নারীকে উদ্ধারের সময় তাঁর পোশাকের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে ৬৫ বোতল ফেনসিডিল। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। বেলা দুইটার দিকে সেখানেই মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া উচ্চবিদ্যালয়ের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোছা. আরজিনা বেগম (৩৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মাহফুজ সরদারের স্ত্রী। মাদক উদ্ধারের ঘটনায় ওই নারীর মৃত্যুর আগেই শেরপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আরজিনা বেগমের সঙ্গে ওই মোটরসাইকেলে ছিলেন হাসান আলী (২২) নামের এক তরুণ। তাঁর বাড়িও দিনাজপুরে। একই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর পোশাকের ভেতর লুকিয়ে রাখা ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গী হাসান আলীকে আটক করা হয় ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, আরজিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধারের পর শেরপুর থানায় হাসান আলী ও আরজিনা বেগমের নামে মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে। তবে মামলার পর চিকিৎসাধীন অবস্থায় আরজিনা বেগম মারা গেছেন।