মার্টিনেজ-ডি মারিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

লড়াইটা দুই চ্যাম্পিয়নের। এক দল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন, অন্যদল ইউরোপের সেরা। কাগজে কলমে যে লড়াইয়ের নাম ফাইনালিসিমা। আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার এই লড়াই নিয়ে উত্তেজনায় মেতেছে ফুটবল দুনিয়া। যদিও লন্ডনের ওয়েম্বলিতে রোমাঞ্চকর এই ম্যাচটির প্রথমার্ধ জুড়ে দাপট দেখাল আর্জেন্টিনাই। ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে রইল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আজ বুধবার দিবাগত রাতে ফাইনালিসিমার প্রথমার্ধে ইতালির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। দুই গোলের মধ্যে একটি করেন লাউতারো মার্টিনেজ। আরেকটি এসেছে ডি মারিয়ার পা থেকে।
ওয়েম্বলিতে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই ফ্রি কিক পায় আর্জেন্টিনা। তবে মেসির করা শট লক্ষ্যে যায়নি। ১২মিনিটে প্রথমবার আক্রমণে যায় ইতালি। সেই যাত্রায় আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক মার্টিনেজ। ২২তম মিনিটে আরেকবার দলকে রক্ষা করেন মার্টিনেজ।
পাল্টা আক্রমণে ২৮ মিনিটে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। বাঁ দিক থেকে ইতালির রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে ডি বক্সে ঢুকে সতীর্থকে পাস বাড়ান লিওনেল মেসি। সুযোগ হাতছাড়া করেননি মার্টিনেজ। খুব কাজ থেকেই ডান পায়ের আলতো শটে ঠিকানা খুঁজে নেন মার্টিনেজ।
পরের গোলটি আসে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে। এই গোলে অবদান রাখেন মার্টিনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁর বাড়ানোর বল ধরে ইতালির অধিনায়ক লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকেই স্কোরবোর্ড ২-০ করেন ডি মারিয়া। ফলে দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।