কলকাতায় করোনায় মৃত্যুহীন দিন

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার রাজ্যের রাজধানী কলকাতায় কেউ মারা যায়নি। গতকাল রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এ রাজ্যে সংক্রমিত হয়েছেন ৬১৩ জন। মারা গেছেন ১২ জন। আগের দিনের তুলনায় মৃত মানুষের সংখ্যা একটু বেশি। আগের দিন মারা গিয়েছিলেন ৭ জন। সংক্রমণের সংখ্যা ছিল ৫১০। গতকাল সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২০ জন।

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত মানুষের সংখ্যা ছিল শূন্য। আক্রান্ত মানুষের সংখ্যা ৯৫। এ রাজ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১০৯ জন। মোট মারা গেছেন ১৮ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ২৬২ জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৫৫৫ জনের।