নাইন ইলেভেন হামলা: ১০২ মিনিটে যেদিন বদলে গিয়েছিল যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব

ভিডিওর ক্যাপশান, ১০২ মিনিটে যেভাবে বদলে গিয়েছিল যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্ব

দু'হাজার এক সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রর ওপর হামলা চালানো হয়।

ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-কায়দা চারটি বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের সুপরিচিত কিছু দালানের ওপর সেগুলোকে মিসাইল হিসেবে ব্যবহার করে।

প্রায় ৩,০০০ মানুষ এতে মারা যায়।

এর জবাবে যুক্তরাষ্ট্র শুরু করে 'ওয়ার অন টেরর' (সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ)।

এই লড়াইয়ে দুটি দেশের ওপর সামরিক আগ্রাসন চলে, এবং আরও বহু মানুষের প্রাণহানি ঘটে।

যুক্তরাষ্ট্র এবং বাদবাকি বিশ্বকে বদলে দেয়া সেই ঘটনা কীভাবে শুরু হয়েছিল?