EverydayBangladesh.com হচ্ছে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ এবং সাম্প্রতিক প্রসঙ্গের প্রবেশদ্বার যা ব্যবহারকারীকে বাংলাদেশের চলমান সকল আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ এবং বিতরণ করে থাকে।
Everydaybangladesh.com ভিজিট করা হচ্ছে দৈনিক পত্রিকা পড়ার মতো তবে EverydayBangladesh.com হচ্ছে সময়োপযোগী, ইন্টারেক্টিভ, অংশগ্রহণমূলক এবং সময়ের সাথে দ্রুত পরিবর্তনশীল; মূলত, খুব ভাল।
EverydayBangladesh.com তৈরি করা হয়েছে খুব সধারণ একটি কারনে, এখানে আপনি বাংলাদেশের প্রতিদিনের কৌতূহলোদ্দীপক এবং প্রধান সংবাদগুলোর তালিকা পাবেন যা এই মুহূর্তে মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে।
EverydayBangladesh.com এর নামকরণই করা হয়েছে এই উদ্দেশ্যে যা আজকের বাংলাদেশের সকল জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম এবং বিষয়গুলো সম্পর্কে আপনাকে সবসময় অবহিত রাখতে পারে।
হা, যদিও তথাকথিত অর্থে EverydayBangladesh.com-র কোন সম্পাদক নেই, তবে ইতোমধ্যে হাজারো মানুষ দেখার মতো কোন না কোন সংবাদ বা বিষয়ে ভোট দিয়েছে; যা তাদের কাছে মজার, কৌতূহলোদ্দীপক অথবা তথ্যবহুল মনে হয়েছে।
ধরুন, Google যদি আলোচিত কিছু খোঁজার জন্য ব্যবহার করে থাকেন, তবে EverydayBangladesh.com -এ ইতোমধ্যেই আপনার জন্য সবচেয়ে কৌতূহলোদ্দীপক এবং আলোচিত সংবাদসমূহ প্রস্তুত করে রাখা হয়েছে।
EverydayBangladesh.com শুধুমাত্র একই ঘরানার সংবাদ পরিবেশক নয়, তাই আপনার সুবিধার্থে আমরা সংবাদ গুলোকে বিভিন্ন শ্রেণীতে বা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি।
যদি আপনি শুধু রাজনীতি কিংবা প্রযুক্তি অথবা বিনোদন যেমন ‘অভিনেত্রী পরীমনি’ বা ‘অভিনেতা মোশাররফ করিম বা অনন্ত জলিল’ কিম্বা আন্তর্জাতিক সংবাদ পছন্দ করেন, তবে তাদের জন্য ট্যাগ রয়েছে যা শুধু তাদের সেরা সংবাদগুলোর তালিকা প্রদান করে।
কিন্তু কোন সম্পাদক বা এডিটর ব্যতিত কিভাবে আমরা আপনার জন্য সেরা সংবাদগুলো প্রদান করে থাকি?
সময় থাকলে হয়তোবা আমরা কোড নিয়ে আলোচনা করতাম কিন্তু আজ না, তার চেয়ে চলুন আমরা একটি উদাহরনের দ্বারা পুরো ব্যাপারটি বোঝার চেষ্টা করি।
ধরুন, প্রত্যেকটি লিংক হচ্ছে এক একটি ভাসমান উড়ন্ত বেলুন যা উপরে এবং নিচের তালিকাতে স্থান নেয়। যখন কোন পাঠক একটি লিংকে ভোট বা মন্তব্য দিয়ে থাকেন তখন একটি বেলুনে হিলিয়াম গ্যাসের পরিমান বাড়িয়ে দেয়া হয়, ফলে বেলুনটি আরও উপরে উঠে যায়, ঠিক এভাবেই আপনার জন্যে আমরা সেরা লিঙ্কগুলো খুঁজে পাই।
‘পাঠক তার পছন্দের কোন সংবাদ এর লিংকে তার মতামত দিয়ে আলোচনা করতে পারবে’! আসলে এটাই EverydayBangladesh.com-এর সুপ্ত অঙ্গীকার (একার্থে প্রাণ), যার দ্বারা পাঠক একটি নির্দিষ্ট ঠিকানায় একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন যা সহজেই অন্যান্য পাঠকরা খুঁজে পাবেন।
উপরে ঠিক যেমন বেলুন-এর উদাহরণ দেয়া হলো ঠিক একই ভাবে আমরা আপনার জন্য সেরা মন্তব্য গুলোকেও বাছাই করি এবং উপরের তালিকায় নিয়ে যাই। EverydayBangladesh.com এমনভাবে মন্তব্য এবং এর প্রত্যুত্তরগুলোকে উপস্থাপন করে যা আলোচনাকে আরও প্রানবন্ত করে তোলে।
এমনভাবে মন্তব্য এবং এর প্রত্যুত্তরগুলোকে উপস্থাপন করার ফলে EverydayBangladesh.com এর মন্তব্য সমূহ মূল সংবাদের লিঙ্কের চেয়েও অধিক উপভোগ্য হয়।
যেহেতু EverydayBangladesh.com মন্তব্যকারীর পূর্ণনাম (জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত) ব্যবহারে বাধ্য করে না অর্থাৎ তাঁরা ছদ্মনামে তাদের মতামত প্রকাশ করতে পারে তাই আলোচনা আরও স্বচ্ছ এবং কৌতূহলোদ্দীপক হয়ে থাকে। যদিও ছদ্ম-প্রোফাইলধারী সকলের ব্যাক্তিগত আলোচনা সবসময় সুশ্রী নাও হতে পারে তবুও অধিকাংশ সময় তা আপনার নিকট প্রয়োজনীয় বা কার্যকারী মনে হবে।
যদিও ছদ্ম-প্রোফাইল সকল ক্ষেত্রে ব্যবহার EverydayBangladesh.com অনুপ্রানিত করে না, তা সত্ত্বেও আপনি বাস্তব ব্যবহারকারী যেমন অভিনেতা-অভিনেত্রী, আইন প্রনেতাগণ দেখে থাকবেন EverydayBangladesh.com-এ বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
EverydayBangladesh.com বুঝতে পারাটা একটু কঠিন যদি কিনা আপনি আলোচনা, মন্তব্য, প্রত্যুত্তর বা লিংকে ভোট না দিয়ে থাকেন, যা আপনার এখনি শুরু করা উচিত। EverydayBangladesh.com কিভাবে কাজ করছে তা আপনি একবার বুঝতে পারলে আমাদের বিশ্বাস, আপনার ইন্টারনেটে মতামত প্রকাশের অভিজ্ঞতা বদলে যাবে।