এ তো দেখা যাচ্ছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া না–যাওয়ার মতোই আরেক নাটকে রূপ নিচ্ছে। রিয়াল মাদ্রিদ আর মার্শেইয়ের প্রতি ‘জিজু’র টানকেও তাঁর পিএসজিতে যাওয়ার পথে বড় বাধা বলে মনে করা হয়।
সাদিও মানে কি লিভারপুলে থাকবেন? চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগ থেকেই এ প্রশ্নের উত্তর খুঁজছেন অলরেড সমর্থকেরা। দুই ক্লাবের মধ্যে দর-কষাকষি ৩ থেকে ৫ কোটি ইউরোর মধ্যে হচ্ছে বলে জানাচ্ছে জার্মান সংবাদমাধ্যমগুলো।