যাঁরা ক্রিকেট খেলার মাঠে খেলা দেখতে গিয়ে পাকিস্তানি পতাকা প্রদর্শন ও জার্সি পরেছেন, তাঁদের ক্ষমা চাইতে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এটা আমাদের জন্য লজ্জার, কলঙ্কের।
মিরপুর স্টেডিয়াম কি বাংলাদেশ? সেখানকার খেলার মাঠ কি মুক্তিযুদ্ধের ময়দান? যেন যুদ্ধই অনেকের কাছে। সেই যুদ্ধে বাংলাদেশি নাগরিক কী করে পাকিস্তানের পতাকা ওড়াতে পারে? অতএব তাঁরা বেইমান, গাদ্দার, রাজাকার।