মিরপুর স্টেডিয়াম কি বাংলাদেশ? সেখানকার খেলার মাঠ কি মুক্তিযুদ্ধের ময়দান? যেন যুদ্ধই অনেকের কাছে। সেই যুদ্ধে বাংলাদেশি নাগরিক কী করে পাকিস্তানের পতাকা ওড়াতে পারে? অতএব তাঁরা বেইমান, গাদ্দার, রাজাকার।