একসময় মনোয়ারা জুট মিলের সামান্য কেরানি হিসেবে দেড় হাজার টাকা বেতনের কর্মচারী মাত্র কয়েক বছরের ব্যবধানে বনে গেছেন শতকোটি টাকার মালিক। দেখলে মনে হয়, যেন আলাদিনের চেরাগ পেয়েছেন তিনি।