জেরুজালেমের মসজিদে আকসায় পাঁচ দশক ধরে আসা-যাওয়া করছেন ফিলিস্তিনি নারী আল হাজাহ সারাহ। প্রতিদিন তিনি পায়ে হেঁটে আল আকসার আঙিনায় চলে আসেন।