কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের চালক কাউসার আহমেদ গুরুতর আহত হয়েছেন। এসময় পাথরের আঘাতে ইঞ্জিন কামরায় জানালার কাচ ভেঙে সহকারী ট্রেনচালক কাউসার আহমেদের দু'চোখেই কাচ বিদ্ধ হয়।