মাধুরী দীক্ষিত, শহীদ কাপুর, সাইফ আলী খান, অজয় দেবগণ, কঙ্কণা সেনশর্মাসহ আরও অনেক বলিউড তারকারই ডিজিটাল অভিষেক হয়ে গেছে। এবার নাকি এই তালিকায় যোগ হচ্ছে শিল্পা শেঠির নাম।
জিম, রেস্তোরাঁ, বিমানবন্দর—কোথায় নেই তারা! তারকাদের প্রতিটি পদক্ষেপ ক্যামেরাবন্দী করতে এমনকি তাঁদের বাসার সামনে পর্যন্ত রীতিমতো ওত পেতে বসে থাকেন পাপারাজ্জিরা।