পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগতে থাকা শাবনূর ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন।
নায়িকার উচ্চমাধ্যমিক পরীক্ষা! একদিকে পরীক্ষার দুশ্চিন্তা, অন্যদিকে নতুন ছবি মুক্তির উত্তেজনা। পড়ার টেবিলেও মন বসছে না, ছবির প্রচারণাতেও যাওয়া হচ্ছে না।
জিম, রেস্তোরাঁ, বিমানবন্দর—কোথায় নেই তারা! তারকাদের প্রতিটি পদক্ষেপ ক্যামেরাবন্দী করতে এমনকি তাঁদের বাসার সামনে পর্যন্ত রীতিমতো ওত পেতে বসে থাকেন পাপারাজ্জিরা।