ইলন মাস্ক কিংবা তাঁর মতো অতিধনী প্রধান নির্বাহীদের অনেকেই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্য নির্দিষ্ট হারে বেতন-বোনাস নেন না। আর সে কারণেই টেসলার শেয়ারদর বাড়লে ইলন মাস্ক ধনী থেকে অতিধনী হন, আর শেয়ারের দরপতন হলে আমরা বলি, এক দিনে তিনি এত কোটি ডলার খোয়ালেন।