লিপি বেগমের ভাড়া বাড়ির স্যাঁতসেঁতে দেয়ালে একটা চকচকে ছবি আছে। ওভারটাইমের টাকা দিয়ে ছবিটি কেনা।
সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটি বেসরকারি সংস্থার কাজ শেষ করেই শুক্লা হয়ে যান ‘লেডি ডেলিভারিম্যান’। আগে বৃষ্টি হলে শুক্লা খুশিতে বলতেন—আহা।