সন্ধ্যার পরপরই আট বছরের মেয়ে আর দুই বছরের ছেলেকে বাসায় রেখে কাছেই বাজারে যান মা রেহেনা আক্তার। দেখতে পান, দরজাটা ভেড়ানো।
ফাঁকা বাড়িতেই ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। তখন তার পরিবারের কেউ বাড়িতে ছিল না।