আপনি যখন কোনো প্রবাসীকে জিজ্ঞাসা করবেন, তিনি কী চান, তখন তাঁর উত্তর হবে, ‘আমার কিচ্ছু চাওয়ার নেই, পরিবার সুখে থাকলেই আমি সুখী। ’ সত্যিই প্রবাসীদের আসলে চাওয়ার কিছু নেই, তাঁরা কিছু চাইতেও জানেন না, তাঁরা জানেন শুধু দিতে।