ছোট বোন মরিয়ম জান্নাতকে নিয়ে যে ঘরে ঘুমাতেন মা-বাবা, সেই ঘরের খাটের ওপরে এখনো তাঁদের কাপড়চোপড় সব ছড়িয়ে–ছিটিয়ে রাখা আছে। কিন্তু এই ঘরে নুসরাত আর ঢুকতে পারছে না।