মুরাদ নামের এক লোক, যার মাথায় ইয়া বড় এক টাক—‘মুরাদ টাকলা’ শব্দ দুটি শুনলে এমন ছবিই তো চোখের সামনে ভেসে ওঠে, নাকি? গত কয়েক বছরে অনলাইনে যেসব শব্দ খুব বেশি ব্যবহৃত হয়েছে, মুরাদ টাকলা তার মধ্যে অন্যতম।
সৈয়দ ঘণ্টন সন্ধ্যার সময় পৌনে এক ঘণ্টা হাঁটেন। আজ মনে হলো, গরম একটু বেশি পড়েছে।