ব্যালন ডি’অর

প্রথম আলো অন্যান্য ৩ বছর
‘আগে গেলে বাঘে খায়, পিছে গেলে টাকা পায়’—মেসির উদ্দেশে রোনালদোর বার্তা

সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোকে পেছনে ফেলে দিলেন লিওনেল মেসি। আর তাই তো মেসির সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর মেসিকে ইমোতে ভিডিও কল দিয়ে রোনালদো শোনালেন, ‘আগে গেলে বাঘে খায়, পিছে গেলে টাকা পায়’!।