অবশেষে যেন সুড়ঙ্গের শেষ মাথায় আলোর সন্ধান মিলল। বিষয়টি হলো তেল রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক, রাশিয়াসহ তাদের সহযোগী দেশগুলো (সব মিলিয়ে যারা ওপেক প্লাস নামে পরিচিত) শেষমেশ তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।